পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভগবৎপুর ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের - ভগবৎপুর ফরেস্ট রেঞ্জ

By

Published : Jan 28, 2021, 9:30 AM IST

সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা,পাথরপ্রতিমায় রয়েছেন কয়েক হাজার ক্ষুদ্র মৎস্যজীবী ৷ তাদের অভিযোগ, মাছ-কাঁকড়া ধরতে গেলেই তাদের নানাভাবে হেনস্থা করেন ভগবৎপুর ফরেস্ট রেঞ্জের আধিকারিকরা ৷ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মাছ-কাঁকড়া, মাছ ধরার জাল, নৌকা সব ৷ পাশাপাশি দিতে হয় মোটা অঙ্কের জরিমানা ৷ এই সব একাধিক অভিযোগে দক্ষিণ সুন্দরবনের ভগবৎপুর ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ দেখালেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্যরা ৷ তাঁদের দাবি, অবিলম্বে জেলেদের কাছ থেকে জরিমানা আদায় বন্ধ করতে হবে। সুন্দরবনে বনবাসী অধিকার আইন(2006) লাগু করতে হবে। দাবি মানা না হলে নবান্ন অভিযানের হঁশিয়ারি দিয়েছেন মৎস্যজীবি ফোরামের সহকারী সম্পাদক আফজল মল্লিক ৷

ABOUT THE AUTHOR

...view details