বেলুড় মঠে ফের সারদা কক্ষে জগদ্ধাত্রী পুজো
কোরোনা আবহে বেলুড়ের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় সাধারণের প্রবেশ বন্ধ থাকছে। 75 বছরের এই পুজো এবার হবে মা সারদার প্রার্থণা কক্ষে। নব্বইয়ের দশক পর্যন্ত ওই কক্ষেই হত পুজো। 22 নভেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণের সন্ধ্যারতির পর জগদ্ধাত্রী পুজোর অধিবাস হবে। 23 নভেম্বর সারা দিন চলবে পুজো। 24 নভেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে সারদা মায়ের ঘাটেই হবে প্রতিমা বিসর্জন। কোরোনাবিধি পালন করেই করা হবে জগদ্ধাত্রী পুজো৷