বিহারে প্রচার সেরে শিলিগুড়িতে রাত্রিযাপন রাহুল গান্ধির - বিহারে প্রচার সেরে শিলিগুড়িতে রাত্রিযাপন রাহুল গান্ধির
রাত্রিযাপনে শিলিগুড়ি এলেন রাহুল গান্ধি । বর্তমানে বিহারে নির্বাচনী প্রচার সফরে ব্যস্ত রয়েছেন কংগ্রেস নেতা ৷ আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে সেখান থেকে হেলিকপ্টারে বিহারের প্রচারে যান রাহুল । সারাদিনের প্রচারের পর বিকেলে ফের শিলিগুড়ি ফিরলেন । আগামীকাল সকালে দিল্লি ফিরবেন রাহুল গান্ধি ।