হাইকোর্টের নির্দেশিকা মানতে পারবে রাজ্য? সন্দেহ প্রকাশ অধীরের - কোরোনা
"কলকাতা হাইকোর্টের নির্দেশ সাধারণ মানুষকে হতাশ করেছে ঠিকই ৷ কারণ দুর্গা পুজোর সঙ্গে অনেকের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে ৷ কিন্তু কোরোনা পরিস্থিতিতে সবচেয়ে বড় দায়িত্ব হল জীবন বাঁচানো ৷ নিজের পরিবারকে বাঁচানো ৷ তাই হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ " বললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ পাশাপাশি রাজ্য সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, " বাংলার সরকারের যা অবস্থা তা দেখে আমার মনে হয় না হাইকোর্টের নির্দেশিকার বাস্তবায়ন আদতে সম্ভব ৷ তবে হাইকোর্টের নির্দেশ, আমাদের মানতে হবে ৷ "