পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Adhir Attacks Abhishek : 'গাঁয়ে মানে না আপনি মোড়ল', গোয়ায় অভিষেকের মন্তব্যে খোঁচা অধীরের - Adhir Ranjan Chowdhury attacks Abhishek Banerjee about goa election

By

Published : Jan 21, 2022, 8:54 AM IST

"কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।" গোয়ায় সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Attacks Abhishek)। এদিন অভিষেকের নাম না করে অধীর চৌধুরী বলেন, "গাঁয়ে মানে না আপনি মোড়ল । গোয়ায় হার নিশ্চিত জেনে এখন থেকেই কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে । তৃণমূল গোয়ায় গিয়ে কংগ্রেসকে খতম করার চেষ্টা করছে । এখন বলছেন সন্ধি চাই । যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তখন কেন ? নরেন্দ্র মোদির কথায়, পিসি ভাইপো এখন বিজেপির দালালি করছে । তা নাহলে আবার ইডিকে দিয়ে ভাইপোকে ডাকা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details