পেট্রল-ডিজ়েলের দামবৃদ্ধির প্রতিবাদ, বাইকের শবযাত্রা অধীরের - diesel petrol price hike
মোটরবাইকের শবযাত্রা ! অভিনব প্রতিবাদ অধীর চৌধুরির ৷ মোটরবাইক কাঁধে নিয়ে আজ শহর ঘুরে ডিজ়েল-পেট্রলের মূল্যৃবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাল জেলা কংগ্রেস নেতৃত্ব। সেই মিছিলের অগ্রভাগে হাঁটলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি এবং বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী। অধীর চৌধুরি বলেন, সারা দেশের আর্থিক হাহাকারের জন্য দায়ি BJP সরকার। পেট্রপণ্যের দাম বাড়ার জন্যও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি ৷