মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যে বিনিয়োগ, কর্মসংস্থান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অধীরের - অধীরের দাবি মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুক
মুখ্যমন্ত্রীর কাছে এরাজ্যে বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। আজ তিনি বলেন, দিল্লি এবং পশ্চিমবঙ্গ দৃষ্টি ঘোরানোর রাজনীতি শুরু করেছে। মানুষের সমস্যার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বিভিন্ন রকম ইশু তৈরি করছে এরাজ্যের সরকার ৷ এমন রাজনীতি পশ্চিমবঙ্গে ছিল না। তৃণমূল কংগ্রেস দল ভাঙানোর রাজনীতি করছে। মানুষের সমস্যা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। দেশের জননেতাদের নিয়ে নির্বাচনের আগে দখলদারির রাজনীতি শুরু করেছে বিজেপি। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট বৈঠকের পর কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে বসে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন অধীর রঞ্জন চৌধুরি।