রাজ্যের বাজেটকে চচ্চড়ি বাজেট বলে কটাক্ষ অধীরের - শিলিগুড়িতে অধীর চৌধুরি
"দিদি বানিয়েছেন চচ্চড়ি বাজেট । আর বিজেপি নেতা মালদায় চলে এসেছে খিচুড়ি খেতে " তৃণমূল ও বিজেপিকে এভাষাতেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ৷ এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একটি জনসভায় যোগ দেন তিনি ৷ সেখান থেকে এদিন তিনি বলেন,"বিমল গুরুংকে দিদি সন্ত্রাসবাদী আখ্যা দেয় ৷ বিভিন্ন মামলায় রাজ্যের সমস্ত পুলিশকে লেলিয়ে দিয়ে পাহাড় ছাড়া করায় । দিদির সেই আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী বিমল গুরুং, যে ছিল তার শত্রু এখন সে তার ভাই হয়ে গেল । সে এখন দিদির চোখের মণি ।"