Sonali Chowdhury : ছেলে ঋকুকে সঙ্গে নিয়ে প্রথম লক্ষ্মীপুজো করলেন সোনালী-রজত
নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করলেন অভিনেত্রী সোনালী চৌধুরী এবং তাঁর স্বামী রজত ঘোষদস্তিদার ৷ বাড়ির লক্ষ্মীপুজোর নানা কাহিনি তুলে ধরলেন সোনালী ৷ এবার তাঁর লক্ষ্মীপুজোটা একটু অন্যরকম কারণ, এবার তাঁর কোলজুড়ে এসেছে ছেলে ঋকু ৷ তাকে সময় দিয়ে পুজো করলেন তিনি ৷ পুজোর নানা আচার এবং বৈশিষ্ট্যের পাশাপাশি গানও গাইলেন অভিনেত্রী ৷
Last Updated : Oct 21, 2021, 8:04 PM IST