পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Parambrata meets Anubrata : অনুব্রতর সঙ্গে বৈঠক, তৃণমূলে যোগদানের জল্পনা খারিজ পরমব্রতর - বোলপুর

By

Published : Jul 31, 2021, 10:15 AM IST

নিজস্ব রাজনৈতিক মতামত থাকলেও এখনই কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না তিনি ৷ এমনকি তৃণমূলেও নয়, জানালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ গতকাল বৃষ্টিভেজা দুপুরে বোলপুরের সার্কিট হাউজে তৃণমূলের জেলা সভাপতি তথা এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি ৷ উপস্থিত ছিলেন বিধায়ক অভিজিৎ সিংহ, বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, বোলপুরের এসডিপিও অভিষেক রায়, মহম্মদবাজার থানার ওসি মহম্মদ আলি ৷ প্রায় দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক চলে ৷ আলোচনাসভার পরে অনুব্রত-সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজও সারেন অভিনেতা । সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের কাছে এই সাক্ষাৎকারকে নিতান্ত সৌজন্য সাক্ষাৎকার বলে দাবি করেন পরমব্রত ৷ তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে উল্টে প্রশ্ন করেন, "আমি ?" কোথাও যোগ দেওয়ার জল্পনা যেমন নেই, কোথাও না-যোগ দেওয়ার জল্পনাও নেই, জানিয়ে জোর দিয়ে অভিনেতা বললেন, "রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ভাবনা নেই আমার ৷" অনুব্রত মণ্ডলের সঙ্গে একসঙ্গে লাঞ্চ করেছেন আর কুশল বিনিময় করেছেন, এটুকুই ৷ তারপরও অবশ্য জল্পনা থামছে না ৷

ABOUT THE AUTHOR

...view details