পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"দোষীরা এখনও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে", বিশ্বভারতীর ঘটনায় বিক্ষোভ ABVP-র - ABVP protests demanding punishment for culprits in Visvabharati University vandalism

By

Published : Aug 22, 2020, 6:23 PM IST

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বাইরে বিক্ষোভ দেখাল ABVP । আজ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ABVP - র রাজ্য সভাপতি সুরঞ্জন সরকার ৷ ছিলেন অন্য কর্মী-সমর্থকরাও ৷ বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের কাছে তিনি বলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একজন তৃণমূল বিধায়কের দ্বারা হামলা চালানো হয়েছে । এই ঘটনার আমরা ধিক্কার জানাই । যারা যুক্ত , CBI তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে । আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি । দোষীরা গায়ে হাওয়া লাগিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে । তাই তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details