9 লাখ টাকা দিলে চাকরি হবে, বলেছিলেন অভিষেক : সৌমিত্র - সৌমিত্র খাঁ
বিষ্ণুপুরের কোতুলপুরে রাখিবন্ধন উৎসবে এসেছিলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ । সেখানে তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম, বিষ্ণুপুরের সাব-ডিভিশনের একজনেরও চাকরি হয়নি ৷ এই বিষয়টার কী হবে ? অভিষেক আমায় বলেন, তোমার যদি এত দরদ থাকে তাহলে 9 লাখ টাকা করে দিতে হবে ৷ এটা আমাদের মিনিমাম রেট ৷" ভিডিয়ো...