চার দিনের উত্তরবঙ্গ সফরে অভিষেক - Abhishek Banerjee at siliguri
চার দিনের উত্তরবঙ্গ সফরে এলেন সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় যান । সেখানে দার্জিলিং জেলা তৃণমূল (সমতল) নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা । উপস্থিত আছেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার, কোর কমিটির সদস্য নান্টু পাল, মুখপাত্র বেদব্রত দত্তসহ অন্যরা । মূলত বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতেই উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগামীকাল আলিপুরদুয়ার যাওয়ার কথা রয়েছে তাঁর ।