নারদায় ছবি কার? চ্যালেঞ্জ শুভেন্দুর 'তোলাবাজ ভাইপো' অভিষেকের - Abhishek Banerjee attacks Suvendu Adhikary
19 ডিসেম্বর । গেরুয়া শিবিরে যোগদানের পরই মেদিনীপুরে বিজেপির সভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে "তোলাবাজ ভাইপো হটাও" হুঙ্কার ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী । সেই সভার আটদিনের মাথায় ডায়মন্ড হারবারের জনসভা থেকে আজ সরাসরি শুভেন্দু অধিকারীকে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বললেন, "তোলাবাজ তো তুমি । তোমাকেই দেখা গেছে নারদায় কাগজে মুড়ে টাকা নিতে । ঘুষ নিতে তোমাদের দেখা গেছে । মেরুদণ্ড বিক্রি করে তোমরাই বিজেপি-তে যাচ্ছ । আমার পিছনে কোনও ইডি, সিবিআই লাগাতে হবে না । কোনও যোগসূত্র যদি পাও, একটা ফাঁসির মঞ্চ করো, আমি নিজে এসে মৃত্যুবরণ করব ।"
TAGGED:
Abhishek attacks Suvendu