QR কোড স্ক্যান করতেই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও - প্রতারণা
এয়ারকুলার বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন জগদ্দলের শুভ্র চট্টোপাধ্যায় । বিজ্ঞাপন দেখে এক ব্যক্তি শুভ্রবাবুর সঙ্গে যোগাযোগ করেন । তিনি নিজেকে রাজীব রঞ্জন বলে পরিচয় দেন । তিনি জানান পেমেন্ট অ্যাপের মাধ্যমে কুলারের দাম বাবদ 8 হাজার টাকা মেটাবেন । এরপর শুভ্রবাবুকে হোয়াটসঅ্যাপে একটি QR কোড পাঠান ওই ব্যক্তি ৷ কিন্তু কোডটি স্ক্যান করার সঙ্গে সঙ্গে শুভ্রবাবুর অ্যাকাউন্ট থেকে 8 হাজার টাকা উধাও হয়ে যায় । জগদ্দল থানার অভিযোগ জানিয়েছেন তিনি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে । দেখুন ভিডিয়ো...