বিজেপির রাজ্য সভাপতির ভূমিকায় এসেছেন রাজ্যপাল, মন্তব্য কোচবিহারের তৃণমূল নেতার - তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়
রাজ্যপাল কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতির ভূমিকা পালন করতে এসেছেন । রাজ্যপালের কোচবিহার সফর প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায় । তিনি বলেন, দিনহাটায় বিজেপির সাজানো গোছানো আক্রান্তদের দেখা করলেন অথচ একই পাড়ায় প্রকৃত আক্রান্ত প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর দেখা করলেন না রাজ্যপাল । এর থেকে বোঝা যায় তিনি নাটক করতে এসেছেন ।
TAGGED:
governor jagdeep dhankhar