পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"EVM নয় ব্যালট চাই " , চলল মিছিল শহিদ দিবসে - ২১ শে জুলাই

By

Published : Jul 21, 2019, 10:55 AM IST

আজ তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে নবদ্বীপ থেকে হাওড়া স্টেশনে জমায়েত হয় প্রায় 5000 তৃণমূল কর্মী ৷ এর মধ্যে রয়েছে যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূলের মহিলা সংগঠন ও মূল সংগঠনের কর্মীরা ৷ আজ তারা হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে ধর্মতলা রওনা দেয় ৷ লোকসভা ভোটের আগে ব্রিগেড সমাবেশে তৃণমূলের স্লোগান ছিল, "2019 BJP ফিনিশ ।" ভোটে ধাক্কার পর এটাই তৃণমূলের প্রথম বড় সমাবেশ ৷ এবার তাতে তৃণমূলের স্লোগান হল, "EVM নয় ব্যালট চাই ।"

ABOUT THE AUTHOR

...view details