Panch Dham Yatra : স্ত্রীকে নিয়ে রিক্সায় পাঁচধামের পথে গিরিডির মহাদেব, পথে গঙ্গাসাগর দর্শন
পরিপাটি করে সাজানো রিক্সায় স্ত্রীকে নিয়ে পাঁচধামের (panch dham yatra by rickshaw) উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঝাড়খন্ডের গিরিডির বাসিন্দা পেশায় টেম্পোচালক মহাদেব ঠাকুর ৷ 5 অক্টোবর বাড়ি থেকে বেরিয়ে এখন গঙ্গাসাগরের অভিমুখে রওনা দিয়েছেন (A person from Jharkhand start travel to Panch Dham with his wife by rickshaw) ৷ ডায়মন্ড হারবার থেকে 117 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছে সেই রিক্সা ৷ সাগরমেলায় পৌঁছতে লাগবে এখনও দু'দিন ৷ পথশ্রমে ক্লান্ত মহাদেব তাই স্ত্রীকে নিয়ে অস্থায়ী যাত্রীনিবাসে রয়েছেন ৷ এই দীর্ঘ যাত্রার কারণ জানতে চাওয়ায় মহাদেব জানান, মা-বাবাকে নিয়ে কয়েক বছর আগে এভাবেই রিক্সায় চাপিয়ে পাঁচ ধাম যাত্রা করেন ৷ তখন তাঁরা চেয়েছিলেন তাঁদের মৃত্যুর পর ছেলে মহাদেব যেন স্ত্রীকে সঙ্গে নিয়ে এভাবেই পাঁচ ধাম তীর্থ করে ৷ তাই তাঁদের কথা রাখতেই মহাদেবের এই যাত্রা ৷ তাঁর ছেলে থাকে এ রাজ্যের পূর্ব বর্ধমানে ৷ তার কিনে দেওয়া শখের রিক্সায় মধ্য চল্লিশের স্ত্রী গাঙিয়াদেবীকে নিয়ে পাঁচ ধামের উদ্দেশ্যে চলেছেন মধ্য পঞ্চাশের মহাদেব ঠাকুর ৷