130 ফুট উঁচু টাওয়ারে মানসিক ভারসাম্যহীন - সালকিয়া হুগলি ডক
সালকিয়া হুগলি ডকে 130 ফুট উঁচু টাওয়ারের মাথায় 23 বছর বয়সের এক মানসিক ভারসাম্যহীন যুবক । তা দেখেই হুলুস্থুলু কাণ্ড বেঁধে যায় এলাকায় । স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হলে খবর পেয়ে আসে পুলিশ । আসে দমকলবাহিনী । শেষ পর্যন্ত ঘণ্টা দুয়েকের চেষ্টায় তাঁকে নামাতে সক্ষম হয় । এই উড়িয়া যুবকের নাম বদ্রিনারায়ণ ।