পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

খবরের জেরে প্রায় 40 ঘণ্টা পর বেসরকারি হাসপাতাল থেকে মায়ের দেহ পেল ছেলে - covid dead

By

Published : Jun 1, 2021, 11:01 PM IST

খবরের জেরে এবং মহকুমা প্রশাসনের চেষ্টায় প্রায় 40 ঘন্টা পর দুর্গাপুরের বামুনাড়ার বেসরকারি হাসপাতাল থেকে করোনায় মৃত বৃদ্ধার দেহ পেল ছেলে ৷ গত 31 মে মৃত্যু হয় বাঁকুড়ার 67 বছরের বৃদ্ধার ৷ ছেলের অভিযোগ, বৃদ্ধার মৃত্যুর পরে 9 লাখ টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ মৃতার ছেলে সাড়ে চার লাখ দিয়ে আর টাকা দিতে পারেননি । এই অবস্থায় বৃদ্ধার দেহ হাসপাতাল থেকে না ছাড়ায়, দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে অভিযোগ করেন ওই ব্যক্তি । সংবাদমাধ্যমে তুলে ধরা হয় বিষয়টি । এরপর প্রায় 40 ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় মায়ের দেহ হাতে পেল ছেলে । সংবাদমাধ্যম এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মৃতার ছেলে ।

ABOUT THE AUTHOR

...view details