পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Leopard : চা বাগানে ফাঁদে পড়ল চিতাবাঘ

By

Published : Sep 5, 2021, 7:13 PM IST

রাতের বেলা চা বাগানে ঢুঁ মারতে গিয়েই ফাঁদে পড়ল একটি চিতাবাঘ । ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের গেন্দাপাড়া চা বাগানের 20নং সেকশনে । বেশ কয়েকদিন ধরে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করেই স্থানীয়রা বন দফতরের কাছে খাঁচা পাতার অনুরোধ জানিয়ে আসছিলেন । এরপরেই ছাগলের টোপ দিয়ে ওই সেকশনে খাঁচা পাতে বনদফতরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড । শনিবার রাত প্রায় 11টা নাগাদ স্থানীয়রা খাঁচায় চিতাবাঘের উপস্থিতি বুঝতে পেরে বনকর্মীদের খবর দিলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যায় ।

ABOUT THE AUTHOR

...view details