মহানন্দার পর এবার টাঙন, বাঁধ ভেঙে জলমগ্ন বংশীহারীর বিস্তৃর্ণ এলাকা - A large area of Gazole was submerged Due to dam broke in Tangon River
মালদার গাজোল এর কদুবাড়ি এলাকার টাঙ্গন নদীর বাঁধ ভেঙে যাওয়ায় গতকাল রাত থেকেই জল ঢুকতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ৷ দক্ষিণ দিনাজপুর জেলার অত্রেয়ী, পুনর্ভবা নদীর জল কমতে শুরু করলেও টাঙ্গন নদীর বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা । আজ বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে আসেন বংশীহারী ব্লকের BDO সুদেষ্ণা পাল, গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ প্রসাদ সহ জনপ্রতিনিধিরা ।