Kali Pujo 2021 : আন্দামানের আদিবাসী বাগদার পল্লী উন্নয়ন তরুণ সংঘের কালীপুজোয় - বাগদা
ভারত-বাংলাদেশ সীমান্তের অদূরে বাগদা গ্রামে পল্লী উন্নয়ন তরুণ সংঘে পুজোর থিম 'একটুকরো আন্দামান' ৷ আন্দামানের আদিবাসী জনগোষ্ঠীর জীবন তুলে ধরতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা । ব্যবহার করা হয়েছে নারকেল মালা, কদবেলের মালা, তাল পাতা, হোগলা পাতা । মণ্ডপের প্রবেশ পথে ও ভিতরে মাটির তৈরি মূর্তির মাধ্যমে জারোয়াদের জীবন কাহিনি তুলে ধরা হয়েছে । বারাসতের শ্যামাপুজোর পর নজির গড়েছে এই পুজো ৷