হিন্দমোটরে আগুনে ভস্মীভূত বাড়ি
ভয়াবহ আগুনে ভস্মীভূত হল একটি বাড়ি ৷ ঘটনাটি হিন্দমোটরের উত্তরপাড়া থানার জয়ন্ত নগরের ৷ গোপাল সাহা নামে জনৈক ব্যক্তির বাড়িতে আগুন লাগে ৷ স্থানীয়দের অনুমান, স্টোভ ব্লাস্ট করেই গোপালবাবুর বাড়িতে আগুন লাগে ৷ তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনাস্থানে যায় দমকলের দুটি ইঞ্জিন ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ৷ পাশাপাশি ঘর থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ হতাহতের কেনও খবর মেলেনি ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷