পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সাতসকালে ডাম্বেল নিয়ে ওয়ার্ক আউট জেনিফারের - workout with dumbbells

By

Published : Aug 21, 2020, 8:30 PM IST

এর আগে তার কর্মকাণ্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । এবার সামনে এল হিমালয়ান ব্ল্যাক বিয়ার জেনিফারের ওয়ার্ক আউটের ভিডিয়ো । সাত সকালে ডাম্বেল হাতে নিয়ে ওয়ার্ক আউট করতে দেখা গেল তাকে ৷ সৌজন্যে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ ।সংক্রমণ মোকাবিলায় সেখানে পর্যটকদের আনাগোনায় এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে । স্বাভাবিকভাবেই আপন মনে দিন কাটাচ্ছে পশুরা । আর লকডাউনের মাঝে তাদের একাধিক কর্মকাণ্ডের ভিডিয়ো সামনে এসেছে । কখনও দোলায় ঝুলতে দেখা গিয়েছে চিতাবাঘ সিম্বাকে আবার কখনও জলের মধ্যে খেলা করতে দেখা গিয়েছে রয়েল বেঙ্গল টাইগার শীলাকে। এবার প্রকাশ্যে এল হিমালয়ান ব্ল্যাক বিয়ার জেনিফারের ওয়ার্ক আউটের ভিডিয়ো ।

ABOUT THE AUTHOR

...view details