নিজের বিয়ে নিজেই আটকাল, ফেরত দিল রূপশ্রী প্রকল্পের টাকাও - falta block
বাবা মা জোর করে বিয়ে দিতে চেয়েছিল মাজেদা খাতুনের ৷ বিয়ের জন্য তোলা হয়েছিল রূপশ্রী প্রকল্পের টাকাও ৷ কিন্তু সিদ্ধান্তে অনড় থেকে নিজের বিয়ে আটকায় সে ৷ সেই টাকাই নিজে বিডিওর হাতে তুলে দিয়ে নজির গড়ল বছর সতেরোর মেয়েটি ৷ ফলতার শতলকলসা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী মাজেদা ৷ এখনই বিয়ে না করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায় সে ৷ তার এই সাহসী পদক্ষেপের জন্য কুর্ণিশ জানিয়েছেন ফলতা ব্লকের বিডিও সন্দীপ ঘোষ থেকে ফলতা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ আতিকুল্লা মোল্লা ৷