কুলতলি থেকে উদ্ধার গাঙ্গেয় ডলফিন - শুশুক
মৎস্যজীবীর জালে ধরা পড়ল গাঙ্গেয় ডলফিন । বুধবার সকালে দক্ষিণ 24 পরগনার কুলতলির কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত পিয়ালি নদী থেকে ধরা পড়ে এই ডলফিনটি । কুন্দখালির পাঁচু সর্দার মঙ্গলবার রাতে বাড়ির পাশে পিয়ালি নদীতে জাল পাতেন । বুধবার সকালে জাল তোলার সময় দেখেন জালে একটি ডলফিন আটকে রয়েছে ৷ তড়িঘড়ি সেটিকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসলে তা দেখতে ভিড় জমান এলাকাবাসী । ডলফিনটিকে নিয়ে যাওয়ার জন্য কুলতলি থানায় ও বন বিভাগকে খবর দেওয়া হয় । যদিও বন বিভাগের কর্মীর দাবি, এটা কোনও ডলফিন নয় ৷ এটা এক ধরণের মাছ ৷