ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

video thumbnail

ETV Bharat / videos

নেওড়ানদী রেল সেতুতে মৃত্যু চিতাবাঘের - মৃত্যু চিতা বাঘের

author img

By

Published : Mar 24, 2021, 11:05 PM IST

রেল সেতু পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের। ঘটনাটি ঘটেছে মালবাজার ও চালসার মাঝে নেওড়ানদী রেল সেতুতে। স্থানীয় সুত্রে জানা গেছে , সম্ভবত চিতাবাঘটি রাতের বেলা রেল সেতু পেরিয়ে আসছিল। সেই সময় চালসা থেকে মালবাজারের দিকে ট্রেনটি যাচ্ছিল। সে সময় রেল সেতুর ওপরে থাকা চিতাবাঘটি ট্রেনে কাটা পড়ে। ট্রেনের ধাক্কায় চিতাবাঘটির ক্ষতবিক্ষত হয়। চিতাবাঘটি রেলসেতু থেকে ঝুলে থাকে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাল বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা। তারা মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে। মাল বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, সম্ভবত রেলের ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়। ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ABOUT THE AUTHOR

author-img

...view details