শুভেন্দুর সভায় তৃণমূলের পতাকা নিয়ে ঢুকল গাড়ি - Trinamool flag
পুরুলিয়ার কাশীপুরে শুভেন্দু অধিকারীর সভা চলাকালীন কালো গাড়ি নিয়ে ঢুকে পড়েন দুই ব্যক্তি । গাড়ি থেকে তাঁরা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে নামেন । সেইময় সামনে থাকা বিজেপি সমর্থকদের সঙ্গে তাঁদের বচসা বাধে । সাময়িক উত্তেজনা তৈরি হলে আসরে নামেন শুভেন্দু । মঞ্চ থেকে তিনি বিজেপি কর্মকর্তা ও কর্মীদের সংযত থাকার অনুরোধ করে বলেন , "গাড়িটা বেরিয়ে যাক । রাস্তা দিয়ে দেন । ভাই কিছু করবেন না । আপনারা রাস্তা দিয়ে দেন । ভারতীয় জনতা পার্টির কর্মীরা ওই গাড়িটা উত্তেজনা করার জন্য এসেছে । আপনারা করবেন না কিছু । আপনারা নিয়ন্ত্রিত থাকুন । কেউ যাবেন না । যারা পুলিশকর্মী আছেন , আমাদের ভলান্টিয়াররা আছেন । গাড়িটাকে বের করে দিন ।" শুভেন্দু অধিকারীর বক্তব্যের মাঝে গাড়িটি সভাস্থান থেকে বেরিয়ে যায় । সাময়িক উত্তেজনায় বিজেপি কর্মীরা গাড়িটিতে ঝান্ডা বইবার লাঠি দিয়ে আঘাত করলেও গাড়িটির বড় ক্ষতি হয়নি । গোটা ঘটনায় পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শুভেন্দু অধিকারী ।