লালবাগে ভাগীরথীতে তলিয়ে গেল গাড়ি - লালবাগের সদরঘাট
ভাগীরথীতে তলিয়ে গেল গাড়ি । আজ লালবাগের সদরঘাটে ভাগীরথী পারাপারের সময় তলিয়ে যায় গাড়িটি । গাড়িটিতে চালক সহ তিনজন ছিল । দু'জনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ । ঘটনার পর থেকেই ফেরিঘাটের ইজারাদাররা বেপাত্তা । এই ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করছেন স্থানীয়রা ।