জিয়াগঞ্জের খুনে নাম জড়াল বীরভূমের ব্যবসায়ীর - jiyagaunj murder
জিয়াগঞ্জে একই পরিবারের তিনজনের খুনের ঘটনায় তদন্তে বীরভূমের রামপুরহাটে এল মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি দল । আজ বিকেলে রামপুরহাট 9 নম্বর ওয়ার্ডের শৌভিক বণিক নামে এক ব্যক্তির বাড়িতে আসে লালবাগ মহকুমা পুলিশ অধিকারিক বরুণ বৈদ্যের নেতৃত্বে তদন্তকারী পুলিশের দল । তবে শৌভিক বণিককে বাড়িতে পাওয়া যায়নি । তার পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে তল্লাশি । দেখুন ভিডিয়ো...