হুগলি নদীতে ডুবে গেল কয়লা বোঝাই বার্জ - বার্জ
কয়লা বোঝাই বার্জ কলকাতা যাওয়ার পথে বিপত্তি। হুগলি নদীর চরে ধাক্কা লেগে ভেঙে বার্জটি। স্থানীয় প্রশাসন তৎপরতায় বার্জের ভিতরে থাকা কর্মীদের দ্রুত উদ্ধার করা গেলেও কয়লা উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় আড়াই হাজার টন কয়লা নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছিল ওই বার্জটি। কিন্তু ডায়মন্ড হারবারের কাছে ঘটে দুর্ঘটনা। দেখুন ভিডিয়ো...