পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নাতিপুতি সহায়, বিহার থেকে হুইল চেয়ারে গঙ্গাসাগরে অশীতিপর শান্তি দেবী - বিহার থেকে হুইল চেয়ারে গঙ্গাসাগরে 80 ঊর্ধ্ব শান্তী দেবী

By

Published : Jan 14, 2021, 11:04 PM IST

Updated : Jan 15, 2021, 6:37 AM IST

সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার । ভারতের সেই অন্যতম তীর্থক্ষেত্র অনেকে সময়, সুযোগ অভাবে সারা জীবনে আসা হয়ে ওঠে না অনেকরই । ঠিক যেমনটা হয়েছিল অশীতিপর শান্তি দেবীর ক্ষেত্রে । কিন্তু জীবনপ্রান্তে যে নাতি নাতনিরা সেই ইচ্ছে পূরণ করবে তা স্বপ্নেও ভাবেননি শান্তি দেবী । বিহার থেকে সাগর মেলাতে ঠাকুমাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে এসেছে তিন নাতি রান্ধির কুমার, রভীশ কুমার ও সনি কুমারী ।
Last Updated : Jan 15, 2021, 6:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details