জঙ্গলমহলে পালিত হল 72তম সাধারণতন্ত্র দিবস - ৭২nd republic day
সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে পালিত হল 72তম সাধারণতন্ত্র দিবস । কুচকাওয়াজের অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক রেশমি কোমল ও পুলিশ সুপার দীনেশ কুমার । 29টি ট্যাবলো কুচকাওয়াজে অংশগ্রহণ করে ।