পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বাগুইআটিতে হাতির দাঁতসহ আটক 7 - Baguhati police

By

Published : Oct 19, 2020, 10:14 AM IST

হাতির দাঁতসহ আটক সাতজন ৷ বাগুইআটি থানার জ্যাংরা এলাকা থেকে হাতির দুটো দাঁত উদ্ধার করা হয় ৷ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ও বাগুইআটি থানার পুলিশের যৌথ উদ্যোগে দাঁতগুলো উদ্ধার হয় ৷ জানা গিয়েছে, দাঁতদুটো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয় ৷ গোপন সূত্রে খবর পেয়ে, ক্রেতা সেজে যান দুই অফিসার ৷ সেখান থেকে সাতজনকে আটক করে পুলিশ ৷ সূত্রের খবর, দাঁত দুটোর আনুমানিক মূল্য প্রায় 30 লাখ টাকার উপর ৷ পুলিশ সূত্রের খবর ধৃতদের মধ্যে দুজন নদিয়া, একজন কলকাতা, দুজন বাগুইআটি ও দুজন অশোকনগরের বাসিন্দা ৷

ABOUT THE AUTHOR

...view details