পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হুগলির 68টি শিশু শ্রমিক স্কুল বন্ধ

By

Published : Nov 16, 2019, 9:46 PM IST

প্রতি বছর পালিত হয় জাতীয় শিক্ষা দিবস ৷ কিন্তু আজও শিক্ষা থেকে বঞ্চিত কয়েক হাজার শিশু ৷ এখনও শিশু শ্রমিকের সংখ্যা প্রচুর ৷ পাণ্ডুয়ার সিমলাগড় মাঠ পাড়ার ছবি এরকমই ৷ শ্রীরামপুর, রিষড়া, বাঁশবেড়িয়া সহ বিভিন্ন ব্লকের অবস্থা একই ৷ কেউ কাগজ ও প্লাস্টিক বোতল কুড়িয়ে উপার্জন করে ৷ কেউ ইটভাটায় কাজ করে ৷ সংসারের চাপে, টাকার দরকারে তারা শিশু শ্রমিক ৷ হুগলিতে ছিল 68টি শিশু শ্রমিক স্কুল ৷ 3400 জন পড়তেও আসত ৷ পেত স্টাইপেন্ডের টাকাও ৷ কিন্তু অজ্ঞাত কারণে 2014 থেকে তা বন্ধ করে দিয়েছে প্রশাসন ৷ জেলাশাসক ওয়াই রত্নাকর রাও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details