দূর্গাপুর মহকুমা হাসপাতালের এলাকায় 6 ফুট লম্বা পাইথন উদ্ধার - Durgapur Sub Divisional Hospital
দুর্গাপুরের সরকারি মহকুমা হাসপাতাল থেকে একটি পাইথন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আজ হাসপাতালের মর্গের সামনের জঙ্গলে পাইথনটিকে দেখতে পায় হাসপাতালের কর্মীদের একাংশ। খবর দেওয়া হয় বনবিভাগে ৷ ঘটনাস্থানে আসেন সর্পপ্রেমী দেবাশিস মজুমদার। সাপটিকে উদ্ধার করেন তিনি ৷ পাইথনটি লম্বায় প্রায় ৬ ফুট ৷ পাইথনটিকে কাঁকসার দেউলের জঙ্গলে ছেড়ে দেয় বনবিভাগ।