"এই ভালোবাসা আমৃত্যু মনে থাকবে", শুভেচ্ছায় আবেগাপ্লুত আসানসোলের মেয়র - কোরোনামুক্ত জিতেন্দ্র তেওয়ারি
আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালী তেওয়ারি সম্প্রতি কোরোনার প্রকোপ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আজ দুপুরে মেয়র ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানাতে মালা হাতে হাজির আসানসোলের শীতলা প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের সদস্যরা । প্রায় 500 জন বিশেষভাবে সক্ষম মানুষের উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন মেয়র ও তাঁর স্ত্রী। কেউ ট্রাই-সাইকেলে, কেউ স্ক্র্যাচ নিয়ে ভিড় জমান মেয়রের বাড়ির সামনে । সবার হাতেই ছিল মালা। মেয়র ও তাঁর স্ত্রী খবর পেয়ে নেমে আসেন বাড়ি থেকে। আবেগপ্রবণ হয়ে পড়েন মেয়র। বলেন, " এই ভালোবাসা আমৃত্যু মনে থাকবে। যখনই ওঁদের কিছু প্রয়োজন হবে, আমি পাশে থাকব।"