পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আসানসোলের খুদের গলায় "বন্দেমাতরম", ভাইরাল ভিডিয়ো - 74th Independence Day

By

Published : Aug 15, 2020, 11:03 PM IST

বয়স সবে পাঁচ বছর । কথা এখনও আধো-আধো । কিন্তু, স্বাধীনতা দিবসে "বন্দেমাতরম" গেয়ে চমকে দিয়েছে আসানসোলের বৈভব । স্বাধীনতা দিবসের দিন সকালে বৈভবের বাবা ইন্দ্রনাথ মুখোপাধ্যায় দেশ রাগের উপর বৈভবের গাওয়া "বন্দেমাতরম" গানটি ফেসবুকে খুব সাধারণভাবে পোস্ট করেছিলেন । পোস্টটি করার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি ।

ABOUT THE AUTHOR

...view details