পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মা ক্য়ান্টিনের অনুকরণে কল্যাণীতে 5 টাকায় দুপুরের খাবার - কোভিড ভাইরাস

By

Published : May 22, 2021, 4:56 PM IST

নদিয়ার কল্যাণী কোভিড হাসপাতালে প্রতিনিয়ত জেলা ও জেলার বাইরে থেকে এসে রোগীরা ভর্তি হচ্ছেন ৷ একদিকে কার্যত লকডাউন পরিস্থিতি, অন্যদিকে অতিমারির জন্য বেশির ভাগ দোকানই এখন বন্ধ ৷ ফলে বেশি টাকা খরচ করে দুপুরের খাবার কিনতে হচ্ছিল রোগীর আত্মীয়দের ৷ সেই সমস্যা মেটাতে এগিয়ে এল কল্যাণী ও গয়েশপুর শহর তৃণমূল যুব কংগ্রেস ৷ তাদের উদ্যোগেই মা ক্য়ান্টিনের অনুকরণে মাত্র 5 টাকায় দুপুরের খাবার সরবরাহ শুরু হল কল্যাণী কোভিড হাসপাতালের গেটের বাইরে। আপাতত টানা 10 দিন এই পরিষেবা চলবে ৷ খাবারের মধ্যে কোনও দিন থাকছে ডিম, কোনও দিন মাংস, আবার কোনও দিন মাছ ৷ সঙ্গে ভাত ৷ এই পরিষেবা পেয়ে খুশি রোগীর আত্মীয়রা ৷

ABOUT THE AUTHOR

...view details