পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Camel Recover From Malda : বাঁশবাগান থেকে উদ্ধার 5টি উট, নেপথ্যে কি পাচারচক্র ? - 5 camel recovered in Malda

By

Published : Nov 21, 2021, 9:01 AM IST

জালালপুরের একটি বাঁশবাগানে হানা দিয়ে পাঁচটি উদ্ধার করল চাঁচল থানার পুলিশ (Camel Recover From Malda) ৷ উটগুলির রক্ষণাবেক্ষণের জন্য প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কীভাবে উটগুলি এখানে এল, তা জানতে ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উটগুলিকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । সকলের নজর এড়াতে বাঁশবাগানে উটগুলিকে বেঁধে রাখা হয়েছিল । এর আগেও এই এলাকায় উট পাচারের ঘটনা সামনে এসেছে । পুরোনো সূত্র ধরে এই তদন্তে দিশা খুঁজছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details