রামপুরহাটের দখলবাটিতে উদ্ধার 45 টি বোমা - চারটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ
রামপুরহাটের দখলবাটির দানগ্রাম থেকে উদ্ধার হল 45 টি বোমা ৷ প্রথমে একটি নবনির্মিত বাড়িতে চারটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ ৷ পরে তল্লাশি চালিয়ে এলাকা থেকে মোট 45টি বোমা উদ্ধার করা হয় ৷ খবর দেওয়া হয় বম্ব স্কয়্যাডে ৷ পরে বোমাগুলিকে একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় ৷ উল্লেখ্য, 2 নভেম্বর রামপুরহাটের দুনিগ্রাম রোডের উপর দখলবাটি গ্রামের মোশাররফ হোসেন বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা ৷ তিনি প্রাক্তন কংগ্রেস নেতা হানিফ শেখের ছেলে। তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। ঘটনায় 3জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷