চাকদায় বিজেপিতে যোগ 300 কর্মীর - তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ চাকদায়
চাকদায় বিজেপিতে যোগ দিলেন 300 জন । আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শমীক ভট্টাচার্য ও জগন্নাথ সরকার । যোগদানকারীদের মধ্যে অধিকাংশই তৃণমূল কংগ্রেসের কর্মী । চাকদার বনমালী পাড়া প্রাইমারি স্কুলের মাঠে বিজেপির তরফে সভার আয়োজন করা হয়েছিল । সেখানে শমীক ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের কোনও মূল্য নেই । 2021 সালের পর সব স্বাস্থ্যসাথী কার্ড আয়ুষ্মান ভারতে পরিণত হবে ।