রাজ্যপালের ভুমিকা ও মন্ত্রী-বিধায়কের গ্রেফতারের প্রতিবাদে মাথা ন্যাড়া 30 তৃণমূল কর্মীর - 30 TMC WORKERS SHAVEN THEIR HEAD IN KANKSA
রাজ্যপালের ভূমিকা ও মন্ত্রী ও বিধায়কের গ্রেফতারের প্রতিবাদে মাথা ন্যাড়া করলেন 30 জন তৃণমূল কর্মী ৷ আজ বিকেলে কাঁকসার জাঠগড়িয়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে এভাবেই তাঁরা প্রতিবাদ জানালেন ৷ তৃণমূল নেতা শহিদুল ইসলাম বলেন, "যেভাবে তাঁদের নেত্রী বাংলায় উন্নয়ন করছে তার তুলনা হয় না। সেই উন্নয়ন সহ্য করতে পারছে না বিজেপি। সেজন্যই রাজ্যের মন্ত্রীদের এবং বিধায়ককে গ্রেফতার করা হয়েছে ৷ আর এতে মদত দিচ্ছেন রাজ্যপাল ৷ "