20 হাজার লিটার অক্সিজেনের ট্যাঙ্ক এল মালদা মেডিকেল কলেজে - অক্সিজেনের অভাব
অক্সিজেনের চাহিদা মেটাতে 20 হাজার লিটার লিকুইড অক্সিজেনের ট্যাঙ্ক এসে পৌঁছল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । দিনের পর দিন মালদায় বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা । চাহিদা বাড়ছে অক্সিজেনেরও । তাই ঘাটতি মেটাতে মালদা মেডিকেলে বসানো হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট । সেই প্ল্যান্টের জন্য এল এই ট্যাঙ্ক ।