চন্দ্রকোনায় বোলেরো-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 2
বিষ্ণুপুরের সেচ বিভাগের একটি বোলেরো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 2, আহত 3 । গতকাল বিকেলে চন্দ্রকোনার ডুকি এলাকায় 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থানেই মৃত্যু হয় মোটরবাইকের 2 আরোহীর। আহতদের চন্দ্রকোনার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসে পুলিশ।