পর্যটকদের আকর্ষণে 110 প্রজাতির প্রজাপতি উদ্যান - পর্যটকদের আকর্ষণে প্রজাপতি উদ্যান
ভাবুন কোথাও বসে আছেন ৷ আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে রং-বেরঙের 110টি প্রজাতির প্রজাপতি ৷ আপনি চাইলে তাদের ধরতে পারেন ৷ আপনার গায়ে এসে বসছে প্রজাপতিরা ৷ এই বিশেষ অনুভূতি পর্যটকদের দিতে প্রচেষ্টা করা হয়েছে আলিপুরদুয়ার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ার প্রজাপতি পার্কে ৷ বনদপ্তরের অভিনব উদ্যোগে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই উদ্যান ৷