SSC : আন্দোলন করতে এসে আটক শতাধিক চাকরিপ্রার্থী - বিধাননগর সিটি পুলিশ
এসএসসি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আজ সল্টলেকের সেন্ট্রাল পার্কে আন্দোলনে সামিল হন প্রায় শতাধিক চাকরিপ্রার্থী ৷ সেখানেই বিধাননগর পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হওয়ার পর প্রায় 100 জনেরও বেশি চাকরিপ্রার্থীদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ৷ এর জেরে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ এই বিষয়ে প্রগ্রেসিভ টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি মেহেবুব মণ্ডল বলেন, "কোর্টের অনুমতিপত্র থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে পুলিশ আমাদের প্রায় 100 জনেরও বেশি প্রার্থীদের আটক করেছে । তাঁদের বিধাননগর পুলিশ স্টেশন আটকে রাখা হয়েছে।"