পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কালচিনিতে হরিণ উদ্ধার করে বনদফতরে হাতে তুলে দিল চা শ্রমিকরা - deer

By

Published : May 14, 2021, 7:13 AM IST

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগান থেকে একটি হরিণকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চা বাগানের শ্রমিকরা । বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ চা বাগানের তিন নম্বর সেকশনে পাতা তোলার কাজ করছিলেন বেশকিছু শ্রমিক । আচমকাই কিছু একটি দেখতে পেয়ে উৎসাহিত শ্রমিকরা এগিয়ে যান ঝোপের দিকে ৷ কাছে যেতেই ভয়ে ঝোপ থেকে বেরিয়ে আসে হরিণটি ৷ শ্রমিকরা তাড়া করে হরিণটিকে ধরে ফেলেন । যাতে কোনরকম ক্ষতি না হয় সেজন্য হরিণটিকে বেঁধে রেখে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জে খবর দেন শ্রমিকরা । এরপর নিমতি রেঞ্জের বনকর্মীরা এসে ঘটনাস্থল থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায় ।

ABOUT THE AUTHOR

...view details