Arms Factory Busted : উপনির্বাচনের আগের রাতে গোসাবায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার 1 - arms factory
উপনির্বাচনের আগের রাতেই গোসাবার জীবনতলায় মিলল অস্ত্র কারখানার হদিশ । সূত্র মারফত খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও জীবনতলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় জীবনতলার বিবিরাবাদ হালদারপাড়া এলাকার এক কারখানায় তল্লাশি চালায় । কারখানায় ঢুকেই দেখা যায় সেখানে রয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সামগ্রী ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কারখানার মালিক রাজকুমার হালদারকে । ধৃতের কাছ থেকে 9টি সম্পূর্ণ এক নলা পাইপগান, 4টি অসম্পূর্ণ এক নলা পাইপগান, 6টি এক নলা পাইপগান, 7টি পাইপগান তৈরির অংশ, 2টি ড্রিল মেশিন, বন্দুক তৈরির প্রচুর উপাদান ও লোহার রড-সহ অস্ত্র তৈরির আরও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ । জানা গিয়েছে, এই অস্ত্র গোসাবা, বাসন্তী, কুলতলি ও ক্যানিং পাঠানোর ছক কষা হয়েছিল । কিন্তু কার কাছ থেকে এই অস্ত্র তৈরির বরাত এসেছিল, এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তার তদন্তে নেমেছে পুলিশ । উপনির্বাচনের আগের রাতে এত অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷